ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সাবেক ডিজিএমের আয়কর নথি জব্দ
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সাবেক ডিজিএম আবুল খায়ের ভূঁইয়া (৭৮) ও তার স্ত্রী আলেয়া আক্তারের (৬৮) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়েছে, দুদক-এ দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল এবং আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ও তা নিজের ভোগ-দখলে রাখায়, তাদের বিরুদ্ধে দুদক পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
আসামিদের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদের আয়কর নথির শুরু হতে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
বিজ্ঞাপন
এনআর/এমএসএ