তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের জামিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই আসামিকে জামিন দিয়েছেন আদালত। এরইমধ্যে তিনি কারামুক্ত হয়েছেন। আগামী ১২ জানুয়ারি এ মামলায় তার অব্যাহতির বিষয়ে শুনানির জন্য ধার্য আছে।
আদালত সূত্রে সূত্রে জানা যায়, শনিবার তাকে আদালতে তোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন এবং শুনানির জন্য আজ দিন ধার্য করার প্রার্থনা করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে, আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এনআর/জেডএস