সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের স্মারক অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার কর্তৃক নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ৩১ ডিসেম্বর বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে, দেশের দীর্ঘকালীন রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমএইচডি/বিআরইউ