রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে।
মামলা জট কমানো এবং বিচারপতি, আইনজীবী ও বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।
বিজ্ঞাপন
রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির পক্ষে সংবর্ধনা দেওয়ার জবাবে বক্তব্যে এ পদক্ষেপেরে কথা জানান প্রধান বিচারপতি।
প্রথমে আপিল বিভাগের এজলাসে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়েরে পক্ষে দেওয়া সংবর্ধনা দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সংবর্ধনা জানিয়ে বক্তব্য তুলে ধরে দেন। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব, হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ও ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সচিবালয় গঠনের মাধ্যমে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দিকে যাত্রা শুরুর বিষয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমি বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে এমন কিছু পদক্ষেপ গ্রহণের ইচ্ছা পোষণ করি, বিশেষ করে জেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে। আমি অবশ্যই আশা করি, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে, প্রযোজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে। আমি মামলা জট কমাতে এবং বিচারপতি, আইনজীবী এবং বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।
প্রধান বিচারপতি আইনজীবীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে এই দেশকে বসবাদের জন্য একটি উত্তম স্থানে পরিণত করার জন্য চেষ্টা করি যাতে ভবিষ্যৎ প্রজন্য শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এগিয়ে আসতে পারে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই দেশের কল্যাণ কামনা করি সবার জন্য একতা ও সমৃদ্ধি প্রার্থনা করি।
এর আগে গত ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টাবৃন্দ , প্রধান নির্বাচন কমিশনার সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচডি/এমএসএ