৩০২ কেজি হেরোইন এবং ৫ কেজি কোকেন পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক মাদক চোরাচালান দলের সদস্য শেখ মোহাম্মদ বাঁধন ওরফে পারভেজকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুন) হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা এক আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।

২০১৯ সালের ৫ জানুয়ারি উত্তরার এক বাড়ি থেকে ওই মাদক চোরাচালান দলের অন্যতম সদস্য চয়েজ রহমানকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর ৩০২ কেজি হেরোইন এবং ৫ কেজি কোকেন পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি মামলা করে সিআইডি। চয়েজ রহমানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাছে কাওলা এলাকা থেকে শেখ মোহাম্মদ বাঁধন ওরফে পারভেজসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই বছরের ৬ ফেব্রুয়ারি তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।  

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপক্ষের আবেদন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আদালতে শুনানির জন্য উত্থাপিত হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রেখে আদেশ দেন।

কলম্বোর কাছে দেহিওয়ালা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন উদ্ধার করে শ্রীলঙ্কার পুলিশ, নারকোটিক ব্যুরো ও স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে মোহাম্মদ জামালউদ্দিন ও দেওয়ান রফিউল ইসলাম নামের দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর দুই সপ্তাহ আগে একই এলাকা থেকে ৩২ কেজি হেরোইনসহ সূর্যমণি নামে আরেক বাংলাদেশি নারীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার পুলিশ। ১৫ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ মাদকসহ তিন বাংলাদেশির ধরা পড়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করে। তদন্তের কাজে শ্রীলঙ্কার তরফ থেকে বাংলাদেশ সরকারের সহায়তা চাওয়া হয়। 

এরই ধারাবাহিকতায় উত্তরা থেকে গ্রেফতার করা হয় চয়েজ রহমানকে। তারপর বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ফাতেমা ইমাম তানিয়া (২৬), আফসানা মিমি (২৩), সালমা সুলতানা (২৬), শেখ মোহাম্মদ বাঁধন ওরফে পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মনকে (২৯)।

এমএইচডি/এইচকে