করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ‘কঠোর বিধি নিষেধ’ জারি করেছে সরকার। এই ‘কঠোর বিধি নিষেধ’-এর মধ্যে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের তিনটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সার্কুলারে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ইতিপূর্বে গঠিত হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম স্থগিত করে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১ জুলাই থেকে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকাজ চলবে। এজন্য তিনটি বেঞ্চ গঠন করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে

তিনটি বেঞ্চের মধ্যে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে রিট বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসানকে ফৌজদারি বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে কোম্পানি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএইচডি/এমএইচএস