রাজধানী দক্ষিণখান থানায় মানবপাচার ও পাসপোর্ট আইনে দায়ের করা পৃথক মামলায় আসামি তুহিন সিদ্দিকি অমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দক্ষিণখান থানায় মানবপাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এর আগে ৩০ জুন মানবপাচার আইনে দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম ২ দিন ও পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, তুহিন সিদ্দিক অমির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে। ২২ জুন সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, অমি ও তার সহযোগীরা মানুষকে বেশি বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল। কিন্তু তারা ভিকটিমদের চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করে দেয়। এছাড়াও তারা অনেক নিরীহ লোকদের দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে।

টিএইচ/এসকেডি