করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৭৫৮ জনকে জরিমানা করেছেন অনাদায়ে দুই ঘণ্টা কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার (৫ জুলাই) ও মঙ্গলবার ৭৫৮ জনকে ডিএমপি অ্যাক্টে মামলা দিয়ে আদালতে হাজির করেন সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর বিচারক তাদেরকে ১০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে দুই ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় আসামিদের মধ্যে ৬০ জনকে জরিমানার টাকা দিতে না পারায় দুই ঘণ্টা হাজতবাস শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার ৬৯০ জনকে কারাদণ্ডের আদেশ দেন। রোববার (৪ জুলাই) রাজধানীর ৬৩৬ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই বিচারক শাহিনুর রহমান ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের নির্দিষ্ট পরিমাণ জরিমানা করছেন। জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

টিএইচ/ওএফ