আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত হাইকোর্টে সীমিত পরিসরে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। হাইকোর্টের অবকাশকালীন এ সময়ের জন্য চারটি বেঞ্চ গঠন করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বেঞ্চ গঠন করে দেন। 

বিচারপতি এম ইনায়েতুর রহিমকে অতীব জরুরি সকল প্রকার রিট মোশন ও দেওয়ানি মোশন বেঞ্চের দায়িত্ব, বিচারপতি জে বি এম হাসানকে অতীব জরুরি সকল প্রকার ফৌজদারি মোশনের দায়িত্ব, বিচারপতি মো. আশরাফুল কামালকেও ফৌজদারি মোশনের দায়িত্ব ও বিচারপতি কে এম কামরুল কাদেরকে কোম্পানি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএইচডি/এসকেডি