আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে দেখতে আদালতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। তাদের সামাল দিতে আদালতের মূল ফটক লাগিয়ে দিয়েছে পুলিশ। এছাড়া আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীরাদের দেখা গেছে ভিড় করতে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ৮ রাত ২৫টা মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ নিরাপত্তায় হাজির করা হয়।

এদিন আদালত চত্বর বা আদালতে বিভিন্ন লোকদের মুখে পরীমণি আদালতে কখন, কোন সময় হাজির করা হবে এ নিয়ে দেখা যায় নানা গুঞ্জন। র‌্যাবের সংবাদ সম্মেলনের পর থেকেই পরীমণিকে আদালতে হাজির করা হবে শুনে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

এসবের সংশ্লিষ্টরা বলেছেন, তিনি একজন অভিনেত্রী, একই সঙ্গে আলোচিত- সমালোচিত হওয়ায় তাকে একনজর দেখার জন্য এসব মানুষ জড়ো হয়েছেন।

আদালতের এক কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, অফিসের কার্যক্রম বিকেল বেলায় শেষ হয়ে গেছে, শুধুমাত্র তাকে একটু দেখার জন্য অপেক্ষায় করছিলাম। অবশেষে একনজর পরীমণিকে দেখতে পেলাম।

এদিন আলোচিত অভিনেত্রী পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

টিএইচ/এআর/এসএম