সদস্যদের সহায়তা করতে ডুলার ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড
করোনাসহ যেকোনো দুর্যোগে সদস্যদের পাশে দাঁড়াতে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’ গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন। ফান্ড স্বচ্ছভাবে পরিচালনা করতে রুলস-রেগুলেশনস তৈরির কাজ চলছে।
শুক্রবার (৬ আগস্ট) ডুলার সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সদস্যদের কল্যাণে আমরা ‘ডুলা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’ গঠন করেছি। সুপ্রিম কোর্ট অঙ্গনে ডুলার মতো ভ্রাতৃপ্রতিম অনেক সংগঠন আছে। কিন্তু আমরাই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা একসঙ্গে পথ চলতে চাই। এর মাধ্যমে আমরা যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে সদস্যদের পাশে থাকতে চাই।
ডুলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব বলেন, করোনা মহামারিতে অন্যদের মতো ডুলার অনেক ভাই-বোন আর্থিক সমস্যায় পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি অতি অল্প সময়ে সদস্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যাশায় ‘ডুলা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড গঠন করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইতোমধ্যেই যাদের কাছ থেকে আমরা আবেদন পেয়েছি সবাইকেই সাধ্যমত আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছি। এই ফান্ড আমাদের সদস্যদের আর্থিক সহযোগিতায় গঠিত হয়েছে। শুধু করোনা ক্রাইসিস নয়, ভবিষ্যতে যেকোনো সমস্যার ক্ষেত্রেও এই ফান্ড ব্যবহৃত হবে।
ডুলার বর্তমান গঠনতন্ত্রকে পরিমার্জিত করে আধুনিকায়নের কাজ চলছে বলেও তিনি জানান।
এমএইচডি/এমএইচএস