পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, নতুন ভোটার তালিকা প্রণয়ন ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের ঘটনায় ক্লাবটির অ্যাডহক কমিটির সভাপতি পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ আগস্ট) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামের করা আদালত অবমাননার আবেদনে এ আদেশ দেন আদালত। রিটের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান।

ব্যারিস্টার ছিদ্দিকুর রহমান খান জানান, গোপাল কৃষ্ণ টাউন ক্লাব ১৯২১ সালে প্রতিষ্ঠিত। এটি একটি জনকল্যাণমূলক ক্লাব। গোপাল কৃষ্ণ মল্লিকের দেওয়া অর্থে ক্লাবটি প্রতিষ্ঠিত। বর্তমানে ক্লাবের মাসিক আয় ৩০ লাখ টাকা। 

ক্লাবের কমিটি নিয়ে ঝামেলার কারণে ২০১১ সালের ১৫ নভেম্বর পিরোজপুর জেলা প্রশাসককে সভাপতি ও অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ সর্বোচ্চ ৬০ দিন।

এ কমিটি ‘ বেআইনিভাবে’ গঠনতন্ত্র সংশোধন করে এবং ক্লাবে নতুন সদস্য দিয়ে ভোটার তালিকা তৈরি করে। কমিটির এ অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে রিট আবেদন দাখিল করা হলে ২০১৪ সালে হাইকোর্ট রুল জারি করেন। 
 
এমএইচডি/আরএইচ