অবৈধ সম্পদ অর্জন, যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সাবেক নেতা এনামুল হক এনুসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন।
বুধবার (২৫ আগস্ট) আদালতের সাধারণ নিবন্ধন (দুদক) শাখা থেকে এ তথ্য জানা গেছে। মামলার অপর আসামিরা হলেন : হারুনুর রশিদ ও আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
দুদক সূত্র জানায়, চার্জশিটে আসামি মাে. এনামুল হক এনুর বিরুদ্ধে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার সহযােগী হারুনুর রশিদ ও আবুল কালাম আজাদ এনামুল হক এনুকে মােট ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখতে প্রত্যক্ষ সহায়তা করেন। এ জন্য তাদের নামও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।
দুদক আরও জানায়, মানিলন্ডারিং অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ ( ১ ) ধারায় মানিলন্ডারিং প্রতিরােধ আইন ২০১২ এর ৪ ( ২ ) ও ৪ ( ৩ ) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দেওয়া হয়।
বিজ্ঞাপন
টিএইচ/এসকেডি