কোনো বেঞ্চ চাইলে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনা করতে পারবেন বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে সার্কুলার জারি করেছেন। 

সার্কুলারে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের যেসব বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক সেসব বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

করোনার কারণে দীর্ঘদিন ভার্চুয়ালি হাইকোর্টে বেঞ্চগুলো বিচারকাজ পরিচালনা করে আসছেন। আজকের সার্কুলারের মাধ্যমে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনার সুযোগ সৃষ্টি হলো।

এমএইচডি/জেডএস