২৬ বছর কারাভোগ করে আপিল বিভাগে জামিন পেলেন সোবহান
হত্যা ও অপহরণের মামলায় ৪৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত নেত্রকোনার বারহাট্টার আ. সোবহানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। এসব মামলায় আ. সোবহান ২৬ বছর কারাভোগ করেছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
হত্যা মামলায় ৩০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ শুনানি করেন। আসামির পক্ষে ছিলেন সৈয়দ কামরুল হাসান কিরণ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, আসামি সোবহান খুনের মামলায় যাবজ্জীবন সাজার (৩০ বছর) রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ৫ হাজার ৮৩১ দিন বিলম্বে। আসামির বিলম্ব মার্জনার দরখাস্ত মঞ্জুরের পর লিভ টু আপিলের ওপর শুনানি হবে। তখন যদি আপিল বিভাগ আপিল খারিজ করে দেন তাহলে বাকি সাজা তাকে ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনার বারহাট্টা থানায় অপহরণের মামলায় ১৯৯৭ সালে সোবহানকে ১৪ বছরের দণ্ড দেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত। ইতিমধ্যে তিনি এই সাজা ভোগ শেষ করেছেন। এছাড়া তাজু মিয়া ওরফে ভোলাকে খুনের মামলায় ওই বছরই আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এই যাবজ্জীবন সাজার বিরুদ্ধে করা আপিল ২০০৫ সালে খারিজ করে দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে প্রায় ৬ হাজার দিন বিলম্বে লিভ টু আপিল করেন সোবহান। একইসঙ্গে জামিনও চান তিনি।
ওই জামিনের শুনানিতে নেত্রকোনা জেলা কারা কর্তৃপক্ষ এই বন্দির বিষয়ে একটি চিঠি পাঠায়। সেখানে বলা হয়, ১৯৯৫ সালের ৩০ জানুয়ারি থেকে সোবহান কারাগারে রয়েছেন। এর মধ্যে তার অর্জিত রেয়াত পেয়েছেন ৭ বছর ৭ মাস ২৭ দিন। পুরো কারাভোগ শেষে তার মুক্তির মেয়াদ ২০৩১ সালে জুন মাসে হতে পারে। পরে এ বিষয়ে শুনানি নিয়ে আপিল বিভাগ সোবহানকে জামিন দেন।
এমএইচডি/জেডএস