বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন কোন কর্তৃত্ব বলে পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিনিয়োগকারী আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদীর জনস্বার্থে রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান।  

ব্যারিস্টার কারিশমা জাহান ঢাকা পোস্টকে বলেন, আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ২০১৭ সালের ৯ মে ‘লাভস অ্যান্ড লাইভ অর্গানিকস লি.’ নামে একটি কোম্পানি আরজেএসসিতে নিবন্ধন করেন। যার পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক তিনি নিজে এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়া পরিচালক। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ‘গুলশান ভ্যালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি.’ নামে আরেকটি কোম্পানি নিবন্ধন করেন। এটিরও পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক তিনি ও তার স্ত্রী। কিন্তু আইডিআরএ আইন, ২০১০ অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো কোম্পানির বা সংস্থার পরিচালক বা অন্য কোনো পদে নিযুক্ত থাকলে, তিনি কর্তৃপক্ষের সদস্য বা চেয়ারম্যান হতে পারেন না।

তিনি আরও বলেন, দুটি কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় তথ্য গোপন করে আইডিআরএ আইন ২০২০ এর ৭(৩)(খ) ধারা লঙ্ঘন করে মোশাররফ চেয়ারম্যান পদে বহাল আছেন। এ অবস্থায় তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন বিনিয়োগকারী আবু সালেহ মোহাম্মদ আমিন মেহেদী। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

ড. মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিল মাসে আইডিআরএ-র সদস্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

এমএইচডি/এসকেডি/জেএস