বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের চেয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। একইসঙ্গে সংগঠনটি এই মামলার প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ  প্রকাশ করেছে। 

বুধবার (২৭ অক্টোবর) সংগঠনটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই মামলা প্রত্যাহারের দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চার জন্য অবিলম্বে এই সাজানো মামলার প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, বিচারাধীন মামলা নিয়ে সংবাদ প্রচার করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’, চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকত। এরপর আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

টিএইচ/ওএফ