জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী সাঈদা নাসরিন বাবলী মারা যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ তদন্ত কমিটির প্রধান হবেন জেলা জজ পদ মর্যাদার একজন বিচারক। সদস্য হিসেবে একজন সহযোগী অধ্যাপক পদ মর্যাদার  মেডিসিন বিভাগের চিকিৎসক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ মর্যাদার একজন আইন কর্মকর্তা থাকবেন। 

কমিটিকে বাবলীর মৃত্যুর ঘটনায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কি না, তা তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

একইসঙ্গে বাবলীর পরিবারকে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (১৪ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে ১২ অক্টোবর জবির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক স্ত্রী সাঈদা নাসরিন বাবলী মারা যাওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে বাবলীর মৃত্যুতে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলাকে দায়ী করা হয়। এ মৃত্যুর ঘটনা তদন্ত করতে বলা হয়। এছাড়া স্কয়ার হাসপাতালের কাছে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রিটে।

সাঈদা নাসরিন বাবলীর রেখে যাওয়া ৫ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভ এ রিট দায়ের করেন।

গত ৭ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাঈদা নাসরিন বাবলী মারা যান। 

গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বয়ার হাসপাতালে ভর্তি হন। পরদিন থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাঈদা নাসরিন বাবলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক শিশুপুত্র,স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাঈদা নাসরিন বাবলীর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার  উল্লাপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুটি জানাজা অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামে তার মরদেহ দাফন করা হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট, রাষ্ট্রপতির স্বর্ণপদক প্রাপ্ত বাবলী ৩২তম বিসিএসে উত্তীর্ণ হন। 

এমএইচডি/এসএম