স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন
সংগৃহীত ছবি
রাজধানীর শাহআলী থানা এলাকায় স্ত্রী ফেরদৌস আরা লিপিকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী এশাদুল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রোকসানা বেগম হ্যাপী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাভোগের আদেশ দেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, এদিন আসামি এশাদুল হক আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৩ জানুয়ারি আসামি এশাদুল হক তার স্ত্রী ফেরদৌস আরা লিপিকে জবাই করে হত্যা করে। ঘটনার পরদিন ২৪ জানুয়ারি নিহতের ভাই জমিরুল ইসলাম সুমন বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।
২০১২ সালের ১৬ জানুয়ারি সিআইডির এএসপি ইকবাল আজাদ আসামি এশাদুল হককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৩ সালের ২৩ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে বিভিন্ন সময়ে মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
বিজ্ঞাপন
টিএইচ/এমএইচএস