রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা দেশের বিভিন্ন আদালতের ২২ জন সহকারী জজ (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) করোনা আক্রান্ত হয়েছেন। ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্ভরযোগ্য সূত্র ২২ সহকারী জজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি দেশের বিভিন্ন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলাকালে ৫ জন সহকারী জজের করোনা উপসর্গ দেখা দেয়। রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সব সহকারী জজের করোনা পরীক্ষা করা হয়। তখন আরও ১৭ জনে রিপোর্ট পজিটিভ আসে। ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত হওয়ায় দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা অসমাপ্ত রেখেই গত ১৫ জানুয়ারি বাতিল ঘোষণা করা হয়।

এমএইচডি/এমএইচএস