ব্যারিস্টার মিতি সানজানা করোনা আক্রান্ত
সুপ্রিম কোর্টের আইনজীবী ও টকশোর আলোচিত মুখ ব্যারিস্টার মিতি সানজানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে ব্যারিস্টার মিতি সানজানা ঢাকা পোস্টকে বলেন, আজ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে বাসাতেই আইসোলেশনে আছি।
বিজ্ঞাপন
যদিও ব্যারিস্টার মিতি সানজানা মর্ডানার দুই ডোজ ভ্যাকসিন আগেই নিয়েছেন। তিনি দেশবাসী ও তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নারী ও শিশুর অধিকারসহ মানুষের সামাজিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন ফোরামে দীর্ঘ সময় ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। নারী-শিশু অধিকার নিয়ে নিয়মিত কলাম লেখেন। তিনি ল’ ফার্ম লিগ্যাল কাউন্সিলের ম্যানেজিং পার্টনার। তার স্বামী ব্যারিস্টার ওমর এইচ খান একজন বিশিষ্ট কর্পোরেট আইনজীবী।
বিজ্ঞাপন
এমএইচডি/আইএসএইচ