সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের আইনজীবীদের নিয়ে গঠিত ঢাকা লইয়ারস লায়ন্স ক্লাব হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ কম্বল বিতরণ করা হয়।

সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা লইয়ারস লায়ন্স ক্লাবের উদ্যোগে নারায়নগঞ্জের রূপগঞ্জে তিন শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তারা সবাই হতদরিদ্র। পাশাপাশি করোনা থেকে সুরক্ষার জন্য ৫ শতাধিক দরিদ্র মানুষকে ভিটামিন এ টু জেড ক্যাপসুল বিতরণ করা হয়েছে। এছাড়া বিনামূল্য ৫০০ লোকের ডায়েবেটিকস পরীক্ষা করানো হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ঢাকা লইয়ারস লায়ন্স ক্লাবের জেলা গর্ভনর লায়ন জালাল আহমেদ, ভাইস জেলা গর্ভনর ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, ভাইস জেলা গর্ভনর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

ড. মো. বশির উল্লাহ বলেন, অ্যাডভোকেট ইনায়েত উল্লাহ শফিক, জেলা গর্ভনর লায়ন জালাল আহমেদ, লায়ন্স ক্লাবের সদস্য কাজী মাজেদুল ইসলামের আর্থিক সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়েছে। লায়ন্স লইয়ারস ক্লাব প্রায়ই দরিদ্র মানুষকে বিভিন্ন সহযোগিতা করে আসছে।

এমএইচডি/আইএসএইচ