প্রেমের সম্পর্ক তো আর এমনি এমনি গড়ে ওঠে না। দু’জন দু’জনকে ভালোবাসার, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তবেই না একটি সম্পর্ক শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কথা রাখতে পারে না বা রাখতে চায় না। দু’জন মানুষ যখন একই রকম স্বপ্ন দেখে পাশাপাশি চলতে থাকে, একটা সময় যেকোনো একজন সেই পথ থেকে সরে আসতে চাইলে পথচলা কঠিন হয়ে পড়ে। যাকে ছেড়ে যাচ্ছে, তার জন্য ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। 

মুশকিল হলো, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিক মুখে সত্যিটা বলে না। সে তার প্রেমিকাকে ছেড়ে যেতে চাইছে, সে কথা রাখতে চাইছে না কিন্তু মুখেও বলতে পারছে না। যেন মুখে বললেই সব দায় তার ঘাড়ে চাপানো হবে! তাই এমন সব আচরণ সে করতে থাকে, যেগুলো দেখে প্রেমিকা যেন নিজ থেকেই সরে যায়। এমন একটি অনিশ্চিত সম্পর্কে থেকে আপনি নিশ্চয়ই ভবিষ্যতের বোঝা বাড়াতে চাইবেন না? আপনার প্রেমিক যদি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি না রাখতে চায় তবে সেকথা মুখে না বললেও তার কিছু আচরণে স্পষ্ট হবে। জেনে নিন-

ভবিষ্যতের প্রসঙ্গ এলেই এড়িয়ে যায়

এমন যদি হয় যে ভবিষ্যতের যেকোনো প্রসঙ্গ এলেই সে তা এড়িয়ে যায়, তবে ভালো করে খেয়াল করুন। হতে পারে, সে আপনার সঙ্গে তার ভবিষ্যত এগিয়ে নিতে চাইছে না। হয়তো আপনি ভালো মনেই কোনো পরিকল্পনার কথা তার সঙ্গে আলোচনা করছেন কিন্তু বারবার প্রসঙ্গ পাল্টে ফেলছে, এটি হতে পারে আপনার জন্য বড় সতর্কবার্তা।

আপনার প্রতি আবেগ নেই

প্রেম মানে কিছু আবেগও। আপনার প্রতি প্রেমিকের কিছুটা আবেগ থাকবে, থাকবে কিছুটা পাগলামিও। যদি তার কোনোটাই না থাকে তবে আরেকবার ভেবে দেখুন। আপনার প্রতি তার আবেগ বা ভালোবাসার কোনো প্রকাশ সে দেখাতে চায় না বা দেখায় না? এটি হতে পারে, সে আসলে তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে ইচ্ছুক নয়। 

আগেও যদি অল্পদিনেই সম্পর্ক ভেঙে আসে

যদি সে এর আগেও অল্পদিনেই কোনো সম্পর্ক ভেঙে আসে তবে তা হতে পারে আপনার জন্যও সতর্কসংকেত। সে হয়তো এভাবে অনেকের সঙ্গেই সম্পর্কে জড়াতে পারে, কিন্তু কোনোটিই স্থায়ী করতে চায় না। এ কারণেই সে কথা দিয়ে কথা রাখতে ভয় পায়। তাই সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে খোঁজ নিন।

পরিকল্পনা এড়িয়ে চলে

পরিকল্পনা মানেই ভবিষ্যতের ভাবনা। যে আপনার সঙ্গে সামনে এগিয়ে যেতে চাইছে না, সে নিশ্চয়ই আপনার পাশে থাকবে না? তাই খেয়াল করে দেখুন, আপনি কোনো পরিকল্পনার কথা বললেই সে এড়িয়ে যেতে চাইছে কি না। যদি এমনটা করে থাকেন তবে সেই সম্পর্ক নিয়ে আপনার ভাবার অবকাশ রয়েছে।

অসঙ্গতিপূর্ণ আচরণ

আপনার প্রেমিকের আচরণের দিকে খেয়াল করুন। কখনো কি সে খুব ভালো আচরণ করে আবার পর মুহূর্তেই কঠোর হয়ে ওঠে? তার আচরণের এরকম অসঙ্গতিপূর্ণ দিকগুলো চোখে পড়লে সতর্ক হোন। এর বড় কারণ হতে পারে, সে আপনার সঙ্গে আর সম্পর্কটি চালিয়ে যেতে চাইছে না।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে