ঈদের পরপরই বিয়ের অনুষ্ঠান থাকে অনেকের। এর বড় একটি কারণ হলো, সমস্ত আত্মীয়-পরিজনকে বছরের অন্যান্য সময় চাইলেও একত্রিত করা সম্ভব হয় না। তাই ঈদের ছুটিতে সবার একসঙ্গে হওয়ার সুযোগটা কাজে লাগান অনেকে। বিয়ের আয়োজন মানেই অনেক হৈ-হুল্লোর, আনন্দ-আড্ডা। সেইসঙ্গে খাবারের আয়োজন তো থাকেই। পুরো মাস রোজার পরে কেবল আগের নিয়মে ফিরতে শুরু করেছে আপনার শরীর। এদিকে আবহাওয়াও কিছুটা গরম। তাই সব মিলিয়ে বিয়ের দাওয়াতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

খেয়াল রাখুন পোশাকের দিকে

ঈদের সময় যেমনটা ছিল, প্রচণ্ড গরম বলে আরামদায়ক পোশাকটিই বেছে নিয়েছেন, বিয়ের দাওয়াতে গেলেও তাই করুন। কারণ গরম এখনও ততটা কমেনি। দেখতে সুন্দর লাগে বলে জমকালো কিন্তু অসস্বতিদায়ক পোশাক পরে অনুষ্ঠানে চলে যাবেন না। এতে গরমে ঘেমে অসুস্থ হয়ে যেতে পারেন। সুতির পোশাকে যদি অনুষ্ঠান বাড়িতে নিজেকে ম্যাড়ম্যাড়ে মনে হয় তবে বেছে নিতে পারেন মসলিন, আরামদায়ক সিল্ক, পাতলা সার্টিন বা জর্জেট কাপড়ের পোশাক। রঙের দিকেও খেয়াল রাখবেন। এই গরমে হালকা ও উজ্জ্বল রঙে আপনাকে বেশি সুন্দর লাগবে।

সাজ কেমন হবে?

সাজের ক্ষেত্রেও একই কথা। সহজ ও স্বাভাবিক হওয়া চাই। এই গরমে ভারী কিছুই ভালোলাগবে না। সেইসঙ্গে মিলবে না স্বস্তিও। হালকা সাজুন। সেইসঙ্গে থাকুন আত্মবিশ্বাসী। আপনি আপনার মতোই সুন্দর। এতে আপনাকে আরও বেশি ঝলমলে লাগবে। মেয়েরা বিয়েবাড়িতে কিছু গয়না তো পরবেনই। তবে সেসব যেন ভারী না হয় সেদিকে খেয়াল রাখবেন। গয়নাগুলোও যতটা সম্ভব হালকা পরার চেষ্টা করুন।

কাজে সাহায্য করুন

বিয়েবাড়িতে অতিরিক্ত অনেক কাজ থাকে। অনেক সময় সেগুলো সামাল দেওয়ার লোক সংকট দেখা দেয়। দাওয়াতে গিয়েছেন বলে কেবল ঘুরে বেড়াবেন বা আড্ডা দেবেন এমনটা ভাববেন না। বরং সেসব কাজে সাহায্য করতে পারেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব করুন। এতে কাজগুলো সহজ হয়ে যাবে। আপনারও ভালোলাগবে।

খাবার খান বুঝে-শুনে

বিয়েবাড়িতে নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন থাকে। ঈদের মধ্যে নিশ্চয়ই অল্পস্বল্প ভারী খাবার খাওয়া হয়েছে? বিয়ের দাওয়াতে গেলে তাই খেতে হবে একটু রয়ে-সয়ে। খেতে ভালোলাগছে বলেই সবকিছু খেয়ে ফেলবেন না। কোন খাবারগুলো খেলে সমস্যা হবে না, সেগুলোই খান। এতে সুস্থ থাকা সহজ হবে। পাশাপাশি খেয়াল রাখবেন গরমের দিকেও। গরমে খেলে সমস্যা হতে পারে এমন খাবার এড়িয়ে চলুন।

শরীরকে বিশ্রাম দিন

রোজা, ঈদ এরপর আবার যদি থাকে বিয়ের দাওয়াত তবে শরীর ও মনের ওপর দিয়ে কিছুটা ধকল যাওয়া স্বাভাবিক। ক্লান্তি লাগতেই পারে। তাই শরীরকে বিশ্রাম দিতে হবে। আনন্দ-আড্ডা সবই চলবে সেইসঙ্গে খেয়াল রাখতে হবে নিজের দিকেও। আপনার শরীর ও মন ভালো থাকে এমন কাজগুলোকে প্রাধান্য দিন। সময় পেলে কিছুটা বিশ্রাম নিন।