ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্রের ময়লা পরিষ্কার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। বেশিরভাগ সময়েই বিভিন্ন নামী পণ্য ব্যবহার করতে হয়। তবে কিছু ঘরোয়া উপায়েও আসবাবপত্রে জমা ধুলো বা ময়লা পরিষ্কার করা যায়।

একটি স্প্রে বোতল নিয়ে এতে দুই কাপ পানি এবং এক কাপ ভিনেগার মেশাতে হবে। এই স্প্রে আসবাবকে জীবাণুমুক্ত করবে। এবার এই স্প্রেতে দুই চামচ অলিভ অয়েল মেশাতে হবে। এটি আপনার আসবাবপত্রে পলিশের মতো কাজ করবে।

এছাড়া এতে ২ ফোঁটা ডিশওয়াশার লিকুইড সোপ যোগ করা যেতে পারে। এই স্প্রে দিয়ে যেকোনও কাঠের জিনিস পরিষ্কার করা যেতে পারে।

একটি স্প্রে বোতল নিয়ে এতে ২ ফোটা ফ্যাব্রিক সফটনার রাখুন। এবার এতে দুই কাপ জল দিয়ে ১ কাপ ভিনেগার দিতে হবে। এর সাহায্যে আপনি বাড়ির জানালা, দরজা এবং সমস্ত আসবাবপত্রে থাকা ময়লা পরিষ্কার করতে পারবেন

স্প্রে বোতলে এক কাপ পানি দিয়ে এতে ২ থেকে ৩ চামচ নারিকেল তেল মেশাতে হবে, চাইলে এতে এক ফোঁটা চন্দন তেলও যোগ করা যেতে পারে। এবার এই স্প্রে আসবাবপত্রে ছিটিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। সূত্র- নিউজ ১৮

এমজে