কুকিজ রাখা যায় অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায়, বন্ধুদের আড্ডায়। আর তাতে যদি চকোলেটের স্বাদ যুক্ত হয় তবে শিশুরাও খেতে ভীষণ পছন্দ করে। বাইরে থেকে কেনা কুকিজ সব সময় স্বাস্থ্যকর না-ও হতে পারে। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চকোলেট চিপ কুকিজ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

আটা- ১/৪ কাপ
খাবার সোডা- ১ চা চামচ
লবণ- ১/২ চা চামচ
মাখন- ১ কাপ
চিনি- ৩/৪ কাপ
ব্রাউন সুগার- ৩/৪ কাপ
ডিম- ১টি
ভ্যানিলা- ১ চা চামচ
অল্প মিষ্টি চকোলেট চিপস- ২ কাপ
ভাঙা বাদাম- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে আটা, খাবার সোডা ও লবণ ভালো করে মিশিয়ে রেখে দিন। এবার অন্য একটিপাত্রে গলানো মাখন ও চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর তাতে ডিম ও ভ্যানিলা দিয়ে ভালো করে মেশান। এবার আটার মণ্ডটি মেখে নিন। এরপর তাতে চকোলেট চিপস ও বাদাম ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন।

১৬৩ ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেন গরম করে নিন। এবার কুকিং শিটের উপর ২ ইঞ্চি ফাঁকা রেখে মণ্ডগুলো ছোট ছোট বলের আকারে সাজিয়ে নিন। একটুখানি চেপটে দেবেন বলগুলো। ১০ মিনিট বেক করুন। হালকা রং ধরে এলে ওভেন বন্ধ করে দেবেন। ২ মিনিট পর বেকিং শিট থেকে বের করে কুলিং ট্রেতে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটি বয়ামে সংরক্ষণ করুন।

এইচএন/এএ