অনেকের কাছে বাড়তি ওজন এক ধরণের বিড়ম্বনা। তাই ওজন কমাতে আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু খাদ্যাভাসে পরিবর্তন আনতে পারি না। আজ আপনাকে জানাবো যে খাবার খেলে ওজন কখনোই বাড়বে না।

প্রথমেই আপনাকে ওজন কমানোর জন্য কি কি খাবার খেতে হবে সেই তালিকা করতে হবে। সেই তালিকা করার আগে কি কি খাওয়া যাবে না তা জেনে নেয়া জরুরি। 

গরুর মাংস, আলু, চিনি ও চিনিজাত খাদ্য, পেস্ট্রি, কুকিজ ও কেক, বিভিন্ন প্রকার জুস খাওয়া যাবে না। আর মেদভুঁড়ি বা ওজন কমানোর জন্য কি কি খেতে হবে সেগুলো হলো- 

১. ডিম 

ওজন কমানোর জন্য নিয়মিত ডিম খাওয়া যেতে পারে। কারণ ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন শরীরকে শক্তিসামর্থ্যের ওপর রাখে। 

২. কোকোনাট অয়েল 

আরেকটি সুস্বাদু খাবার আপনি খেতে পারেন তা হলো কোকোনাট অয়েল। যারা ডায়েট করছেন তাদের এটি হতে পারে অমৃতসমান। 

৩. গ্রিন টি 

ওজন কমানোর জন্য গ্রিন টি খাওয়া উপকারী হবে। এতে আপনি আলাদা অ্যানার্জি পাবেন। 

৪. কফি 

ওজন কমানোর আরেকটি উপায় হলো চিনি ছাড়া কফি। এতে আপনি কাজকর্মে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারেন। 

৫. অলিভ অয়েল 

স্লিম হওয়ার জন্য অলিভ অয়েল খুব উপকারী। কারণ এটি আপনার শরীরে কর্মক্ষমতা দিতে সক্ষম। 

৬. স্যুপ, পনির জাতীয় খাদ্য 

স্যুপ, পনির জাতীয় খাদ্য গ্রহণ করা যেতে পারে। এতে আপনি হয়ে উঠবেন সতেজ। 

এইচএকে/এএ