হাসনাত কাদীর/ ঢাকা পোস্ট

ওয়াও! হট এ গার্ডেন, অ্যাঁ!!
আমি... আমি... আ’ম রিয়েলি ভ্যাবাচ্যাকা! 
এত্তো বড় বাগান! মেনি মেনি ফ্লাওয়ারস―
যতদূর চোখ যায় লাইক ফুলের সাগর!
গাঁদা, রজনীগন্ধা, রেড রোজ অ্যান্ড―
নেম ইজ নট ফ্যাক্ট। 
নাহার ফ্লাওয়ার গার্ডেন― রিয়েলি বাগান বটে! 
ফিলিং ওসাম!

বিদায়ী শীতের সানসেট শেষে 
কার ভর্তি ফ্লাওয়ার নিয়ে 
নাও আ’ম ট্রাভেলিং টু শহীদ মিনার  
ফ্রম নাহার ফ্লাওয়ার গার্ডেন। 

স্ট্রেইট রোড। 
ব্র্যান্ড নিউ কার আমার
স্মুথলি এগিয়ে চলেছে স্পিডে।
আই থিংক ইন দ্য ডার্ক মিড নাইট― আমিই ফার্স্ট
ফুল দেবো মিনারে! 
আ’ম প্রাউড! অফকোর্স মানবেন, 
লাভ অ্যান্ড রেস্পেক্ট সবচে’ পিওর আমারই―
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি 
আমি কি ভুলিতে পারি?’ 

রচনাকাল : ২০ ফেব্রুয়ারি ২০১৬
মাধবপুর

এইচকে