মেলায় বিধান রিবেরু’র দুটি নতুন বই
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র সমালোচক ও প্রাবন্ধিক বিধান রিবেরু’র দুটি নতুন বই। ২০২৫ সালে প্রকাশিত এই দুটি বইয়ের বিষয়ই চলচ্চিত্র।
লেখকের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিয়ে ‘টরন্টো টকিজ’ বইটি মেলায় প্রকাশ করেছে জাগতিক প্রকাশন (স্টল ৫৫১-৫৫২)।
বিজ্ঞাপন
২০২৩ সালে তিনি টরন্টোর বিশ্বখ্যাত উৎসবটির ৪৮তম আসরে উপস্থিত ছিলেন। সে সময় নিয়মিত উৎসব, প্রদর্শিত চলচ্চিত্র এবং টরন্টো শহর নিয়ে জার্নাল লিখেছেন। সেসব লেখার এক অনবদ্য রূপ দিয়েছে এই বই।
তার আরেকটি বই ফরাসি চলচ্চিত্র পরিচালক, সমালোচক ও অভিনেতা ফ্রাসোয়াঁ ত্রুফোকে নিয়ে। বইটির নাম ‘ত্রুফো: জীবন সিনেমা ভাবনা’। প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন (স্টল ৬০৭-৬০৮)।
বিজ্ঞাপন
বইটিতে ত্রুফোর জীবনী ও শেষ দীর্ঘ সাক্ষাৎকার ছাড়াও প্রখ্যাত পরিচালকদের সম্পর্কে ত্রুফোর লেখার অনুবাদ সংকলিত হয়েছে।
নতুন বই সম্পর্কে লেখক জানান, টরন্টো টকিজ বইটি ভ্রমণ গদ্যের চালে চলচ্চিত্র নিয়ে লেখা। শহর, উৎসব, চলচ্চিত্র সবকিছুই পাঠক পাবেন কোলাজের আকারে।
আর ত্রুফোকে নিয়ে লেখা বইটি ত্রুফোর প্রতি তার শ্রদ্ধা নিবেদন। বইটিতে ফরাসি চলচ্চিত্রের নবতরঙ্গ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইতিহাসও পাওয়া যাবে বলে।
চলচ্চিত্র ও অন্যান্য বিষয় নিয়ে লেখার পাশাপাশি বিধান রিবেরু বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণ করেন। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিক জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবেও তিনি একই দায়িত্ব পান।