বইমেলায় মুনতাসির বিল্লাহ’র ‘জুলাই বিপ্লবের দিনলিপি’
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে আলেম লেখক মুনতাসির বিল্লাহর ‘জুলাই বিপ্লবের দিনলিপি’।
জুলাই বিপ্লবে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে যাত্রাবাড়ী থানা, শনিরআখড়া, রায়েরবাগ, কুতুবখালির ফ্লাইওভার; এই জায়গাগুলোতেই কখনো টিয়ারগ্যাসের মুখে দাঁড়িয়ে, গ্রেনেড ব্রাস্টে গা ঝলসানোর মুহূর্ত, কখনো-বা সম্মুখযুদ্ধে বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে থাকার কথা তুলে এনেছেন লেখক।
বিজ্ঞাপন
আন্দোলনের সময় যাত্রাবাড়ী থেকে পায়ে হেঁটে এগিয়ে চলেছেন তিনি। পায়ে লেপটে আছে অপরিচিত কোনো বিপ্লবীর রক্তে ভেজা গামছা। চোখের সামনে ধোঁয়া ওঠা খাবারের বাটি। বাঁধহীন রক্তের স্রোতে অবশ হয়ে আসছে লেখকের পা, তবুও হাঁটছেন তিনি; আঙুলের ডগা হয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। গুলি-বুলেটের আকাশ ফাটানো আওয়াজ অথবা সন্তানহারা মায়ের মর্মভেদী আর্তনাদ; অভ্যুত্থানের এই ৩৬ দিন স্বচক্ষে দেখে এসেছেন তিনি।
বই : জুলাই বিপ্লবের দিনলিপি
লেখক : মুনতাসির বিল্লাহ
প্রকাশনী : কেন্দ্রবিন্দু
প্রচ্ছদ মূল্য : ৪০০
স্টল নম্বর : ৫৩৮-৫৩৯-৫৪০
বিজ্ঞাপন