শত বছরেও বিশ্বে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি
অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একইসঙ্গে সংগঠনটি বলছে, মহান মে দিবসের শত বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিশ্বে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি।
মহান মে দিবসকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় ডিউজের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাঙালি জাতি-রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। অসংখ্য আন্দোলনে সাংবাদিক সমাজ সম্মুখসারিতে থেকেছেন। সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও তার সাংবিধানিক স্বীকৃতি মেলেনি আজও। রক্তরাঙা এ দিনেও বলতে হচ্ছে- সাংবাদিকদের অধিকার ও মর্যাদা এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি।
আরও বলা হয়, সংবাদমাধ্যমে চলছে এক ভীতিকর পরিবেশ পরিস্থিতিতে। নানা অজুহাতে সাংবাদিক ছাঁটাই, বেতন-ভাতা পরিশোধ না করা, চুক্তিভিত্তিক নিয়োগসহ চলছে এক হ-য-ব-র-ল অবস্থা। এরমধ্যে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো হাজির হয়েছে গণমাধ্যমকর্মী আইনের বিভিন্ন অমর্যাদাকর ধারা। সর্বোপরি এক ধরনের হতাশাব্যঞ্জক চিত্র আজ সাংবাদিক সমাজের সামনে।
বিজ্ঞাপন
অনেক প্রতিষ্ঠানই সরকারের কাছ থেকে সংবাদমাধ্যমের সুবাদে সুযোগ-সুবিধা গ্রহণ করলেও সাংবাদিকদের ন্যায্য অধিকার ও দাবি মেটাতে অনাগ্রহী। ঈদের আগেও অনেক সংবাদমাধ্যমের মালিক সাংবাদিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করেননি। উপরন্তু দু-একটি প্রতিষ্ঠান ছাঁটাই করেছে।
এমন পরিস্থিতি মোকাবিলায় মহান মে দিবসের চেতনাকে ধারণ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
এমএইচএন/আরএইচ