নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (২৫ জুন) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের মধ্য দিয়ে ঋণনির্ভর মেগা প্রকল্পের ধারণা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। শুধু সেতু নয়, যেকোনো বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করতে পারে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে পদ্মা সেতু।’

‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্নকে জয় করেছেন তিনি। একইসঙ্গে দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করেছেন পদ্মা সেতু। এই মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পদ্মা সেতু নির্মাণে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে দমে যাননি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দমে যায়নি বাংলাদেশ। এর সঙ্গে জড়িয়ে আছে ১৭ কোটি মানুষের আবেগ, বিপুল সম্ভাবনার অর্থনীতি। পদ্মা সেতু জাতিকে দিয়েছে মর্যাদা ও গৌরবের পাশাপাশি অদম্য ইচ্ছা জয়ের সাহস ও শক্তি। তাই পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, একটি বাস্তবতা।’

এমএইচএন/এমএইচএস