ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত। মঙ্গলবার (১ নভেম্বর) ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আবু সালেহ সায়াদাত অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ে পুলিশ-কাউন্সিলরের ‘সৃজনশীল’ চাঁদাবাজি, ‘ম’ তে মাসিক? শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন। গত ৫ আগস্ট এটি ঢাকা পোস্টে এটি প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছে।

এর আগে চলতি বছরেই আবু সালেহ সায়াদাত ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন।

আবু সালেহ সায়াদাত ২০২০ সালের ডিসেম্বর থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তিনি নগর, নাগরিক সমস্যা, সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা ওয়াসাসহ সেবা বিট নিয়ে কাজ করছেন। ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এ প্রতিবেদক গত ১০ বছর ধরে সাংবাদিকতা করছেন। তার সবশেষ কর্মস্থল ছিল জাগো নিউজ।

সায়াদাতের বাড়ি রাজশাহীতে। বাবা সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক) ও মা রোজি খাতুনের (গৃহিণী) বড় ছেলে সায়াদাত। তার স্ত্রী সাদিয়া আরেফিন সেতু পেশায় চিকিৎসক।

সায়াদাত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যারা

এবার চার ক্যাটাগরিতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন বিজয়ী হয়েছেন। জুরি বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে এ ফল ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাজীব নূর (সমকাল)। তিনি ‘ইতিহাসের ছেঁড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন সমকালের আবু যর আনছার উদ্দীন আহাম্মদ। দ্বিতীয় হয়েছেন দৈনিক শেয়ার বিজের মো. ইসমাইল আলী। যুগ্মভাবে এ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান এবং সমকালের ওবায়দুল্লাহ রনি।

অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন নিউজবাংলার শাহ্ আলম খান, দ্বিতীয় চ্যানেল আই’র আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব, তৃতীয় ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত।

অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন চ্যানেল-২৪ টিভির মুকিমুল আহসান হিমেল। দ্বিতীয় হয়েছেন একাত্তর টিভির মো. আদনান খান (নয়ন আদিত্য) এবং তৃতীয় হয়েছেন মাছরাঙা টিভির মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী)।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

এমএসি/এসএসএইচ