আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে তার কার্যালয়ে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন ক্র্যাব নেতারা।

সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এক বিজ্ঞপ্তিতে ক্র‍্যাব জানায়, সাক্ষাতে পুলিশের সঙ্গে ক্রাইম রিপোর্টারদের সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।

এসময় ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) এ. কে. এম. কামরুল আহছান উপস্থিত ছিলেন।

এআর/এসএসএইচ/