বাহারি স্বাদের পিঠাপুলির সমাহারে জাতীয় প্রেস ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শীত উৎসব। এ উপলক্ষে গতকাল ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়েছিল ক্লাব প্রাঙ্গণ।  

এছাড়া েতিন দিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালারও আয়োজন করা হয়। 

জাতীয় প্রেসক্লাবের কাবাব ঘরের বাগানে সকাল ৯টায় শুরু হয় শীত উৎসব।  প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উৎসবের উদ্বোধন করেন। 

বিভিন্ন ধরনের পিঠা পরিবেশনের সাথে সাথে চলে বাউল গান। গান পরিবেশন করে মনিকা দেওয়ান ও তার দল এবং দেলোয়ার বয়াতি ও তার দল। তাদের মন মাতানো সব পরিবেশনার সঙ্গে ক্লাব সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা আনন্দে মেতে ওঠেন। 

এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল  হোসেন মানিক মিয়া হলে প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (প্রাইমারী-দ্বাদশ শ্রেণি) অংশগ্রহনে ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।  

এনএফ