ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জনসহ মোট ১৪টি পদে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ হোসেন।

ভোটারদের উদ্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের দিন ডিইউজের সকল ভোটারের জন্য ভোটদানের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পেশাগত পরিচয়পত্র সঙ্গে রাখা বাঞ্ছনীয়। 

কমিশন আরও জানায়, এবার ভোট গণনার সময় প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের প্রয়োজনীয় সংখ্যক স্যাম্পল হাতে গণনা করা হবে। পরে তা মেশিনে কাউন্টিং করা হবে। এতে কোনো রকম ত্রুটি ধরা পড়লে নির্বাচন কমিশনে আপিলের পরিপ্রেক্ষিতে ভোট হাতে পুনঃগণনা করা হবে। কোনো বিরোধ দেখা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ব্যালট পেপার জাতীয় প্রেস ক্লাবে সুরক্ষিত অবস্থায় রাখা হবে।

>>নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে...

এআর/এসকেডি