গণমাধ্যমের সকল কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের জন্য করা সব কালো আইন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটি এ দাবি জানায়।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতি বছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে। আরএসএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে এ সূচক প্রকাশ করছে সংগঠনটি। চলতি বছর ১৬৫ থেকে ১৪৯ তম অবস্থানে এসেছে বাংলাদেশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বার্তায় বলেন, আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি আশাব্যঞ্জক হলেও, এখনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ থেকেই যায়।
তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত হলেও বাস্তবে সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন-গ্রেপ্তার, মিথ্যা মামলা, গুম বা হত্যার শিকার হচ্ছেন। এমনকি সম্পাদকরাও রেহাই পাচ্ছেন না। গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কিছু আইন এই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
সাংবাদিকদের কণ্ঠরোধে আইন থাকলেও তাদের সুরক্ষার কোনো আইন নেই। কালো আইন রেখে স্বাধীন সাংবাদিকতা আশা করা যায় না। বার্তায় গণমাধ্যমের কালো আইন বাতিল ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
ওএফএ/এমএসএ