আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান

শনিবার বেলা ১১টা। রাজধানীর বনশ্রীতে ‘আজকের পত্রিকা’র নিজস্ব কার্যালয় থেকে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কয়েকজন টেলিফোনে কথা বলছেন। প্রতিবেদকরাও মাঠ থেকে পরিস্থিতির খবর জানাচ্ছেন। নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন বিভাগের সর্বশেষ প্রস্তুতির খোঁজ নিচ্ছেন। কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না, নিপুণ হাতে ফুটে ওঠে যেন অঙ্গসজ্জা; ঝকঝকে ছাপা, ছাপার পর তা যেন দ্রুত পৌঁছে যায় পাঠকের হাতে— এমন সব নির্দেশনা দিচ্ছিলেন।
 
‘সারা দেশের স্থানীয় দৈনিক’ স্লোগানে রোববার (২৭ জুন) পাঠকের কাছে পৌঁছাবে আজকের পত্রিকা। পাঠককে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়ার লক্ষ্যে নতুন এ দৈনিক বাজারে আসছে। প্রকাশের আগের দিন শনিবার রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় সর্বশেষ প্রস্তুতির নানা কর্মযজ্ঞ।


 
নতুন এ দৈনিকের সম্পাদক ড. গোলাম রহমান। স্বনামধন্য গণমাধ্যম বিশেষজ্ঞ তিনি। দুপুরে তার কার্যালয়ে আলাপকালে ঢাকা পোস্টকে বলেন, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে সংবাদপত্র পৌঁছানো দরকার। পাঠকের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে আজকের পত্রিকা বের হচ্ছে। সুলভ মূল্যে তাদের যদি পত্রিকা দিতে পারি তাহলে তারা সংবাদপত্র কিনবেন। এ কারণে আজকের পত্রিকা পাওয়ার জন্য তারা উদগ্রীব হয়ে আছেন। অবহেলিত বহু বিষয় সংবাদপত্রে উঠে আসছে না। আমরা তা তুলে আনব।
 
তিনি আরও বলেন, সত্যিকারের গণমাধ্যম হিসেবে সাধারণ মানুষের কাছে এ পত্রিকা তুলে ধরবে সব সংবাদ। স্থানীয় সংবাদ প্রাধান্য পেলেও সব ধরনের সংবাদ তাতে থাকবে। গতানুগতিকতার বৃত্ত ভেঙে নতুন কিছু দেবে নতুন এ কাগজ। তারুণ্যের শক্তির ওপর থাকবে আমাদের নির্ভরতা। এ কারণে এখানে মেধাবী ও তরুণ সাংবাদিকরাই প্রাধান্য পেয়েছে।  
 
ড. গোলাম রহমান বলেন, করোনার মধ্যেও আগামী ২৭ জুন (রোববার) বাজারে আসছে দৈনিক আজকের পত্রিকা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


 
আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, পত্রিকাটির ১২টি সংস্করণ থাকবে। আমাদের মূল প্রতিপাদ্য  যেহেতু ‘সারা দেশের স্থানীয় দৈনিক’, এ কারণে এত সংস্করণ। আমরা তরুণদের প্রাধান্য দিয়েছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়াশোনা শেষ করেছেন তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা তৈরি করেছি। তারা সৃষ্টিশীল ও উদ্যমী।  
 
পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনশ্রীতে নিজস্ব কার্যালয়ে সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
 
পত্রিকাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের পাঠকের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও বৈচিত্র্যময় সংবাদের সমাবেশ থাকবে আজকের পত্রিকায়। প্রতিদিন একটি রুচিশীল ছাপা পত্রিকার পাশাপাশি পাঠকরা সার্বক্ষণিক এর অনলাইন ভার্সনে তরতাজা সংবাদের স্বাদ পাবেন। এর বাইরেও পাঠকরা ভার্চুয়ালি ই-পত্রিকা পড়তে পারবেন।
 
সারা দেশের তৃণমূলের মানুষের খবর তুলে আনতে প্রায় সব জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পত্রিকাটি নিয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, টুইটার, ইউটিউবেও আজকের পত্রিকা সমানভাবে সরব থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
পিএসডি/জেডএস/এমএআর/