বাংলাদেশে নাগরিক অধিকার চর্চার পরিসর ক্রমাগত সংকুচিত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বেসরকারি অধিকারভিত্তিক সংগঠন ভয়েস। প্রতিবেদনে উঠে এসেছে অক্টোবর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশে অন্তত ২২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এই মিডিয়া মনিটরিং প্রতিবেদনটি প্রকাশ করা হয় ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর নিপীড়ন এবং উদ্বেগজনকভাবে লিঙ্গভিত্তিক অপতথ্যের বিস্তার ঘটেছে। প্যানেল আলোচনায় বক্তারা ক্রমবর্ধমান মব সন্ত্রাস, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংস্কৃতিক মতপ্রকাশে বাধা এবং লেখক-বাউলদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা বলেন, অনলাইনে নারী ও লিঙ্গবৈচিত্র্যসম্পন্ন কর্মীদের ওপর হামলা এখন বাস্তব জীবনে হুমকিতে রূপ নিচ্ছে, যা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে।

জেন্ডার বিশেষজ্ঞ আফরোজা সোমা বর্তমান পরিস্থিতিকে অস্থির উল্লেখ করে বলেন, মত প্রকাশ করাটাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সভায় নাগরিক উদ্যোগের নাদিরা পারভীন ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে ফেসবুক-টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরকারের কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানান।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ তৃণমূল পর্যায়ে ডিজিটাল সাক্ষরতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এমজে