সাংবাদিক শামছুর রহমান কেবল

২১ বছরেও সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ। অবিলম্বে দেশবরেণ্য এই সাংবাদিক হত্যার বিচার শেষ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সাংবাদিক শামছুর রহমান কেবলের ২১তম মৃত্যু দিবস উপলক্ষে সোমবার (১৯ জুলাই) রাতে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানান বিএফইউজে নেতৃবৃন্দ। “বিএফইউজে ফর জার্নালিস্ট” আয়োজিত স্মরণসভা অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।  

দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি ও দেশবরেণ্য সাংবাদিক শামছুর রহমান কেবল যশোর শহরের অফিসে ২০০০ সালের ১৬ জুলাই দুষ্কৃতকারীদের হাতে নিহত হন। 

২১তম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফরাজি আহমদ সাঈদ বুলবুল। সাংবাদিক কেবলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু; কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির স্মিথ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। 

জুমে উপস্থিত ছিলেন বিএফইউজে সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, সহসভাপতি মামুনুর রশীদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন। বিএফইউজে’র নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল অনুষ্ঠানটি পরিচালনা করেন। 

এইচকে