দেশের ৩৭তম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে স্পাইস টিভি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তি নিয়ে এ টেলিভিশন চ্যানেলটি দেশের গণমাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করবে।

৩০ জুলাই রাত ১টা ২০ মিনিটে স্পাইস টেলিভিশন তাদের পরীক্ষামূলক সম্প্রচারে যাত্রা শুরু করে। এর আগে গত ২৮ জুলাই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসএল) সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

স্পাইস টেলিভিশন লিমিটেডের (স্পাইস টিভি) হেড অব ব্রডকাস্ট তানজিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়ে গেছে। এখন চাইলেই কেবল অপারেটররা দেখতে পারবেন। আগামী ডিসেম্বর মাসে পুরোদমে বাজারে আসার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি জানান, সব ধরনের সংবাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সংবাদকে প্রাধান্য দিয়ে স্পাইস টিভির কার্যক্রম চলবে। অনেক আগে থেকেই আমাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। তথ্য, ছবি, ভিডিও সংগ্রহ অনেক আগ থেকেই চলছে। যেগুলো আমরা ধীরে ধীরে পরীক্ষামূলক সম্প্রচারে দিতে থাকবে।

তিনি বলেন, বর্তমানে চালু থাকা সব টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের এইচ২৬৪ প্রযুক্তি ব্যবহার করছে। আমরাই প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইটের এইচ২৬৫ প্রযুক্তিটি ব্যবহার করছি। এতে দর্শক শ্রোতারা আরও পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাবেন।

স্পাইস টিভিতে ব্যবহার করা হচ্ছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্টজ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মডুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কমপ্রেশন : এইচ ই ভি সি (এইচডি)।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২৮ জুলাই) টেলিভিশন চ্যানেলটির সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার সেবা সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহ্‌জাহান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিএসসিএল ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম ও স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের পরিচালক (করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা, স্পাইস টেলিভিশন লিমিটেডের এডিটরিয়াল চিফ তুষার আব্দুল্লাহ, হেড অব ব্রডকাস্ট, মো. তানজিলুর রহমানসহ অনেকে।

একে/এমএইচএস