নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাসিনা মমতাজ (৪৭) নামে আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাসিনা মমতাজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউর ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মো. আলম ও জজ মিয়া নামে দুজন মারা যান।
উল্লেখ্য, গত রোববার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১০ জন দগ্ধ হন।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি/জেএস