ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গণটিকাদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে শুক্রবারও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গণটিকাদান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনা থেকে রক্ষা পেতে টিকা আমাদের নিতেই হবে। সরকার টিকার ব্যবস্থা করেছে। এ টিকা দিতে টাকা লাগে না। করোনার টিকার প্রমাণপত্র না থাকলে আগামী ১ মার্চ থেকে ডিএনসিসির সেবাও মিলবে না বলে জানান মেয়র।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম শুক্রবার সকাল ১০টায় দক্ষিণখান কসাই বাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় গণটিকা কার্যক্রম পরিদর্শনে করবেন।

এএসএস/এসএসএইচ