‘বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না’ লিখে পোস্টকারী গ্রেফতার
‘বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না’ জানতে চেয়ে ফেসবুকে পোস্টকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির নাম আব্দুল হান্নান। অমর একুশে বইমেলা নিয়ে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
বিজ্ঞাপন
সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের আইএমএমসি টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন বলেন, গত কয়েক দিন ধরে অনলাইন মনিটরিংকালে দেখা যায়, অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট প্রচার করা হচ্ছে। তাই তাকে গ্রেফতার করা হয়।
হান্নান তার ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, বইমেলায় (প্রকাশযোগ্য নয়) সম্প্রদায়ের অসংখ্য বই রয়েছে, তবে ইসলামী বইয়ের কোনো স্টল নেই। তাই বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না?
বিজ্ঞাপন
এআর/এইচকে