রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. জামাল ভুট্টো (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

ভুট্টো মিয়াকে উদ্ধার করে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি লাব্বাইক পরিবহনের বাসের ধাক্কায় এই ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকতেন। তার বাড়ি নাটোর জেলার সিংড়া থানার বলিবাড়ী গ্রামে। তার বাবার নাম মো. মজিবুর রহমান।

এসএএ/এসএসএইচ