মোহাম্মদপুরে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে স্বর্ণা আক্তার (২২) নামে এক মেয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
স্বর্ণা আক্তারের মা সালমা ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বৈবাহিক জীবনে তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় সে আমার সঙ্গেই থাকে।
তিনি বলেন, ছোট একটি বিষয় নিয়ে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়। পরে ঘরের দরজা লাগিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস