আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর হুমকিদাতা গ্রেপ্তার
এক তরুণীর অজান্তে তার আপত্তিকর ছবি ধারণ ও পরবর্তী সময়ে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তরা) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। রোববার মধ্যরাতে মগবাজারের মসজিদ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু। তিনি বলেন, মিজানুর রহমান গোপনে এক তরুণীর আপত্তিকর ছবি ধারণ ও পরবর্তী সময়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। এ ঘটনায় ওই তরুণী ২৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় একটি মামলা করেন। মামলাটির ছায়াতদন্ত করে ডিবি উত্তরা জোনাল টিম। এক পর্যায়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে রোববার রাতে মগবাজার মসজিদ গলি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল।
যুবকের মোবাইল থেকে আপত্তিকর ছবিগুলো উদ্ধার করেছে ডিবি। এছাড়া কারাগারে আটক রাখার অনুমতি চেয়ে দুপুরে মিজানুরকে নিম্ন আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এআর/আইএসএইচ