ছবি : আইএসপিআর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান ও দক্ষিণ সুদানের বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে মোতায়েনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন কন্টিনজেন্টের ১৬০ জনের প্রথম দল। ইউনাইটেড নেশনস ইন্টিরিয়াম সিকিউরিটি ফোর্সেস ফর আবেই এলাকায় মোতায়েনের জন্য মঙ্গলবার (১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা। 

কন্টিনজেন্টের অন্যান্য দলসমূহ পর্যায়ক্রমে পরবর্তী কয়েকটি ফ্লাইটে শান্তিরক্ষা মিশন আবেই এলাকায় যাবে বলে মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়।

আইএসপিআররের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর এ কন্টিনজেন্টটি নতুনভাবে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে মোতায়েন হতে যাচ্ছে। ইউনাইটেড নেশনস ইন্টিরিয়াম সিকিউরিটি ফোর্সেস ফর আবেই (ইউএনআইএসএফএ) মিশনের সীমান্ত পর্যবেক্ষণ মেকানিজমের অংশ হিসেবে এ কন্টিনজেন্ট বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সরাসরি অপারেশন এলাকায় জরুরি মোতায়েন করা হচ্ছে। ব্যাটালিয়নের মূল দায়িত্ব হচ্ছে মিশনের জেবিভিএমএম সেক্টর এবং টিম সাইটসমূহের সুরক্ষা প্রদান করা।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, কেবলমাত্র মৌলিক অস্ত্র সরঞ্জামাদি নিয়ে অপারেশন এলাকায় স্বল্প সময়ে মোতায়েন সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে একটি নতুন সংযোজন। বিরূপ আবহাওয়া, ভৌগলিক দূরত্ব এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান চলমান রয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে এ কন্টিনজেন্টকে প্রস্তুত করেছে এবং অপারেশনাল এলাকায় নিয়োগের সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এ কন্টিনজেন্টের ২য় দল (১২০ জন) আগামী ৪ মার্চ এবং শেষ দল (সর্বমোট ৫১২ জন) সম্ভাব্য এপ্রিল মাসে মোতায়েন হবে।

এমএসি/এসকেডি