রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর পৌনে একটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পর ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

তিনি আরো বলেন, আমরা আশপাশের লোকমুখে জানতে পারি তিনি একজন ভবঘুরে ছিলেন। আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। বার্ধক্যের কারণে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এসএএ/জেডএস