ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।
 
তিনি জানান, ৩৫০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। এখানে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ১২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, মহিলা সম্পাদক পদে ৪ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, সহ প্রচার সম্পাদক পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এসএএ/এনএফ